
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন মিউজিয়াম। সেখানে সংরক্ষিত রয়েছে এই বাঙালি বীর বিপ্লবীর জীবনের বহু তথ্য। দেশ একদিন স্বাধীন হবে। এই স্বপ্ন চেখে নিয়ে ২০ বছর বয়সে ফাঁসির দড়িকে গলায় পড়েছিলেন দিনেশ। কিন্তু স্বাধীনতার জন্য এই বিপ্লবীদের বলিদান আজকের সমাজ কতটা মনে রেখেছে?